পরিকল্পনা মন্ত্রণালয়ে গতি বাড়াতে চান এমএ মান্নান

নন্দিত সিলেট :: পরিকল্পনা মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে নতুন কোনো সিস্টেম চালু করতে পারবে না। তবে সিস্টেমে একটু গতি আনতে চান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আর সামান্য গতি বৃদ্ধি করতে পারলেই সফল বলে জানিয়েছেন তিনি। শনিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে চা চক্র অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। দুর্নীতিকে একটি জরাব্যাধি উল্লেখ করে মন্ত্রী এম এ মান্নান বলেন, ‘এটা দীর্ঘকালীন আমাদের সংস্কৃতিতে ঢুকেছে। দুর্নীতিকে নানাভাবে মোকাবেলর চেষ্টা করছে সরকার। দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করেছে।’ তিনি আরও বলেন, ‘পূর্বের চার থেকে পাঁচবার একটানা দুর্নীতিতে চ্যাম্পিয়ান হওয়ার তুলনায় পশ্চিমাদের বানানো টেবিলে ইদানিং আমাদের মান আগের চেয়ে বেড়েছে।’ তার মন্ত্রণালয়ে কোনো দুর্নীতির ঘটনা ঘটলে ‘সামারি ট্রায়াল’ নয় আইনিভাবে তা মোকাবেলা করবেন বলেও মন্তব্য করেন তিনি।