শাহপরান এলাকা থেকে দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নন্দিত সিলেট: পুলিশের খাঁচায় বন্দী হলো নগরীর কুখ্যাত ছিনতাইকারী সামসুল ইসলা ওরফে কাউয়া সমছু। শুক্রবার বিকেল ৫টায় শাহপরান থানাধীন সুরমা গেইটের সামন থেকে আটক করেছে শাপরান থানা পুলিশ। গত ০৩ ফেব্রুয়ারী দুপুর অনুমান ১ ঘটিকার সময় ইতি রানী দাস (২৬) শাহপরান থানাধীন শাপলাবাগ এলাকা থেকে বের হয়ে জিন্দাবাজার যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন।কিছুর দুর যাওয়ার পরই অজ্ঞাতনামা দুই জন ছিনতাইকারী একটি পালসার মোটরসাইকেল যোগে তার গতিরোধ করে ধারালো অস্ত্রের মুখে ইতি রানী দাসের গলায় থাকা ০১টি এক ভরি ওজনের স্বর্ণের চেইন, ১২ আনা ওজনের স্বর্ণের ০১ জোড়া কানের দুল, ০৬ আনা ওজনের ০১টি স্বর্ণের আংটি, ছিনিয়ে নেয়। ছিনিয়ে নেওয়া সকল স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ্য টাকা । যাওয়ার সময় তিনি ছিনতাইকারীদেরকে ভাল ভাবে চিনতে পারেন। তখন তার ভাই বিজিত লাল দাস তার বর্তমান ঠিকানাধীন বাসা ও আশপাশের বাসায় স্থাপনকৃত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের সনাক্ত করে ছিনতাইকারীদের সন্ধান লাগান। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ এর সূত্র ধরে শাহপরাণ (রহ:) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই/আবু রায়হান নূর, এসআই/রাজীব কুমার রায় সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় ছিনতাইকারী ১। সামসুল ইসলাম @ কাউয়া সামসু (৩৭)’কে গ্রেফতার করতে সক্ষম হন।আসামীর বিরুদ্ধে জালালাবাদ থানায় একটি ও এয়ারপোর্ট থানায় একটি মামলা রয়েছে।