জুড়ীতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি :  অস্বাস্থ্যকর পরিবেশ, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অপরাধে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় অভিযান চালিয়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার (৩০ মে) দিনব্যাপী উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদফতরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন। সহকারী পরিচালক বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ, ওজনে কম দেওয়া, মূল্য তালিকা না রাখা ও ক্রয় ভাউচার সংগ্রহ না করাসহ বিভিন্ন অপরাধে উপজেলার হাবিব স্টোরকে দেড় হাজার, হাজী ইয়াসিন আলী খাদ্য ভাণ্ডারকে এক হাজার, মেসার্স রাজু ট্রেডার্সকে এক হাজার, মেসার্স তারেক খাদ্য ভাণ্ডারকে দুই হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।