সড়ক যখন চাষের জমি, ধান রোপন করে সংস্কার দাবি

মৌলভীবাজার প্রতিনিধি :কাঁদামাটিতে ক্ষেতের জমি রূপ নেয়ায় বেহাল দশার সড়কের অভিনব প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন কুলাউড়ার উপজেলার শরীফপুর ইউনিয়নের ইটারঘাট এলাকাবাসী। বুধবার (২২ মে) দুপুরে ঘন্টাব্যাপী সড়কে ধান রোপনও করে ইটারঘাট সড়ক সংস্কারের দাবি জানান এলাকাবাসী। এলাকার সকল শ্রেণি ও পেশার মানুষ মানবন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে এলাকাবাসী বলেন, সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে এভাবেই বেহাল দশায় রয়েছে সড়কটি। স্কুল কলেজ, মাদরাসার শিক্ষার্থী, মসজিদের মুসল্লি, সাধারণ পথচারী চলাচলে সীমাহীন দুর্ভোগে পড়ে থাকেন। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় ইউপি সদস্য ৫ টন চাল পেয়ে সড়ক সংস্কারের কাজ করাননি। সাড়ে তিন বছর ধরে খুবই খারাপ অবস্থায় পড়ে থাকা চাতলাপুর চেকপোস্ট রাস্তাটি সংস্কারেরও দাবিও জানান এলাকাবাসী। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান তফজ্জুল হোসেন চিনু, খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা মো. মুস্তাকিম আলী, প্রবাসী আব্দুল হান্নান, নাজিম উদ্দিন, আব্দুল হাকিম, মো. রুবেল রানা, মাওলানা আমির উদ্দিন কাসেম, শামিম মাহমুদ প্রমুখ।