শ্রীমঙ্গলে গাঁজাসহ ইউপি সদস্য আটক

মৌলভীবাজার প্রতিনিধি :: ব্যাগ ভর্তি গাঁজাসহ অমৃত সিং ছৈত্রী (৪৬) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করে শ্রীমঙ্গল থানা পুলিশ। রবিবার দিবাগত রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার ৫ নং কালাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নির্বাচিত এই সদস্যকে আটক করা হয় । পুলিশ আরও জানায়, রাত সাড়ে ১১টার দিকে মাজদিহি চা বাগানের ৯ নম্বর লেবার লাইনে অমৃত সিং ছৈত্রীর বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় পাচারের উদ্দ্যেশে ৫টি বড় পলিথিন ব্যাগে মোড়ানো গাঁজাসহ অবস্থান কালে পুলিশ তাকে আটক করে। সে রাতেই তাকে থানায় প্রেরণ করা হয়। জব্দকৃত গাঁজার মূল্য প্রায় ৭৫ হাজার টাকা বলেও জানা যায়। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুছ ছালেক বলেন, গ্রেফতারকৃত ইউপি মেম্বারের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে শ্রীমঙ্গল থানায় ইউপি সদস্য অমৃত সিং ছৈত্রীর বিরুদ্ধে সোমবার মাদক আইনে আরো একটি মামলা রুজু করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে ৫ নং কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান মুজুল বলেন, মাদকসহ আটক ইউপি সদস্য অমৃত সিং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এ নিয়ে আমি আমার পরিষদের বিভিন্ন মিটিং এ অনান্য সদস্যদের উপস্থিতিতে তাকে ডেকে নিয়ে সতর্ক করেছি। কিন্তু এরপরও সে মাদক ব্যবসা বন্ধ না করে চালিয়ে যাচ্ছিলেন।