১৫ বছর পর কুলাউড়া বিএনপির কাউন্সিল আজ

কুলাউড়া প্রতিনিধি: অবশেষে সকল নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ বুধবার (৩১ জুলাই) কুলাউড়া উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। জেলা নেতৃবৃন্দ ও কুলাউড়া উপজেলা নেতৃবৃন্দের মধ্যে নিজেদের মনোমালিন্য থাকার কারণে ইতিমধ্যে দুই বার কাউন্সিলের তারিখ ঘোষণা করার পরও কাউন্সিল হয়নি। কেন্দ্রীয় নেতাদের প্রত্যক্ষ হস্তক্ষেপে কাউন্সিলের নতুন এই তারিখ ঘোষণা করা হয় সম্প্রতি। ২২ জুলাই ঢাকার একটি বাসায় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ড. এ. জেড. এম. জাহিদ হোসেন ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবনের উপস্থিতিতে জেলা বিএনপির সভাপতি এম. নাসের রহমান ও কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অ্যাড. আবেদ রাজার মধ্যকার ভুল বুঝাবুঝির অবসান হয়। এদিকে দুই দফা কাউন্সিলের তারিখ পেছানোর পরও ১৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে কুলাউড়া উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল। আজ বুধবার অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এ সম্মেলন ও কাউন্সিল। যাকে ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে নেতাকর্মীদের মাঝে। হামলা-মামলা, জেল-জুলুম ও নির্বাচন পরবর্তী এ কাউন্সিলই নতুন উদ্যোমে বিএনপিকে দাঁড় করাবে বলে অভিমত নেতাকর্মীদের। কাউন্সিলারদের ভোটে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে বলে দৃঢ় বিশ্বাস তৃণমূলের নেতাদের। খোঁজ নিয়ে জানা গেছে ত্যাগী ও জেল জুলুমে নির্যাতিতদের প্রতি সফট্ কর্ণার রয়েছে ভোটারদের। কাউন্সিলে উপজেলার ১৩ ইউনিয়ন ও উপজেলার কাউন্সিলররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে যোগ্য ব্যক্তিদের হাতে দলের নেতৃত্ব দেওয়ার প্রত্যাশায় রয়েছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান কাউন্সিলের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। কাউন্সিলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন আহমদ জুনেদ, বর্তমান পৌর প্যানেল মেয়র ও বিএনপি নেতা জয়নাল আবেদীন বাচ্চু। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান খান ও জেলা বিএনপির সদস্য বদরুজ্জামান সজল। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু সুফিয়ান (প্রিন্স), বিএনপি নেতা বদরুল হোসেন খানসহ ৬ জন প্রার্থী। নির্বাচনী তফশীল অনুসারে কাউন্সিলরের সংখ্যা হচ্ছে প্রতিটি ইউনিয়নে কমিটিভুক্ত ৭১ জন করে মোট ১৩টি ইউনিয়নে ৯২৩ জন এবং আহবায়ক কমিটির ১৩ জন সর্বমোট ৯৩৬ জন। কাউন্সিলে ভোটার হচ্ছেন- উপজেলা আহবায়ক কমিটির ১৩ জন, সঙ্গে ১৩ ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক মিলে ২৬ জন। মোট ৩৯ জন। ছাপানো ব্যালেটের মাধ্যমে গোপন ভোটে এই ৩৯ জনের ভোটাধিকার প্রয়োগে উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হওয়ার সাথে সাথে বর্তমান আহবায়ক কমিটি বিলুপ্ত হবে। অতঃপর নির্বাচিতরা সাবেক আহবায়কের সঙ্গে পরামর্শ করে ১০১ সদস্যবিশিষ্ট কুলাউড়া উপজেলা কমিটি গঠন করে মৌলভীবাজার জেলার অনুমোদন নিয়ে কার্যক্রম পরিচালনা করবে। উল্লেখ্য, গত ৩০ মার্চ জেলা বিএনপির সভাপতি কুলাউড়া উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত করে দুটি পৃথক আহবায়ক কমিটি গঠন করে দেন। অতঃপর উপজেলা আহবায়ক কমিটি ১৩টি ইউনিয়নে ওয়ার্ড কমিটি এবং পরবর্তীতে সকল ওয়ার্ডের সমন্বয়ে ইউনিয়ন কাউন্সিলের মাধ্যমে ইউনিয়ন কমিটি নির্বাচিত করা হয়।