বড়লেখায় পুলিশের মোটরসাইকেল টিম চালু

বড়লেখা প্রতিনিধি:: মৌলভীবাজারের বড়লেখায় ঈদুল আজহা ও ১৫ই আগস্টকে সামনে রেখে বড়লেখা থানা পুলিশের উদ্যোগে মোটরসাইকেল মোবাইল টিম চালু করা হয়েছে। মোটরসাইকেল টিম সব সময় দায়িত্বে থাকবে। কোথাও কোনো সমস্যা দেখা দিলে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। গত শুক্রবার থেকে এই মোটরসাইকেল মোবাইল টিমের কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন এই টিমকে পৌর শহর থেকে শুরু করে উপজেলার সকল ইউনিয়ন এলাকায় টহল দিতে দেখা গেছে। প্রতি মোটরসাইকেলে দুইজন করে দশটি মোটরসাইকেলে বিশজন পুলিশ সদস্য কাজ করছেন। এই টহল কার্যক্রম ঈদুল আজহা ও ১৫ই আগস্ট পর্যন্ত চলবে। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক সোমবার বিকেলে বলেন, ‘ঈদের সময়টাতে পশুর হাট ও ব্যাংক এলাকায় অসাধু ব্যবসায়ী চক্র, ছিনতাইকারী সক্রিয় থাকে। এইসময় শহরে যানজটও লেগে থাকে। সর্বোপরি ১৫ই আগস্টকে সামনে রেখে এই উদ্যোগ। দ্রুত নাগরিকের নিরাপত্তা ও যানজট নিরসনের পাশাপাশি অপরাধীদের প্রতিরোধে পুলিশ কাজ করে যাবে। তাছাড়া নাশকতা এড়ানোর উদ্দেশ্যে সতর্কতামূলক প্রস্তুতি নেওয়া হয়েছে। দিনের যে কোনো সময় হঠাৎ করে মোটরসাইকেল টিমের অভিযান শুরু হয়।’