কমলগঞ্জে পুলিশের মোটরসাইকেল মহড়া

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত ও ১৫ আগস্টকে সামনে রেখে পুলিশের মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ আগস্ট) দুপুরে থানা পুলিশের উদ্যোগে মোটরসাইকেল মহড়া বের হয়। থানা সূত্রে জানা যায়, নিরাপত্তা নিশ্চিতে থানা পুলিশের উদ্যোগে মোটরসাইকেল মোবাইল টিম চালু করা হয়েছে। এই টিম সব সময় নিরাপত্তার দায়িত্বে থাকবে। কোথাও কোনো সমস্যা দেখা দিলে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিবে। এজন্য মোটরসাইকেল মোবাইল টিমের কার্যক্রম শুরু হয়েছে। আজ সিনিয়র সহকারি পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশফাকুজ্জামান ও কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমানে নেতৃত্বে একটি মোটরসাইকেল মহড়া বের করা হয়। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, ‘ঈদের সময়টাতে পশুর হাট ও ব্যাংক এলাকায় অসাধু চক্র, ছিনতাইকারী সক্রিয় থাকে। তাই প্রতিদিন এই টিম পৌর শহর থেকে শুরু করে সকল ইউনিয়ন এলাকায় টহল দিবে। প্রতি মোটরসাইকেলে দুজন করে পুলিশ সদস্য থাকবেন। এই টহল কার্যক্রম ১৫ই আগস্ট পর্যন্ত চলবে।’