জুড়ীতে ট্রাফিক নিয়ন্ত্রণে স্কাউটস সদস্যরা সড়কে

জুড়ী প্রতিনিধি :: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জুড়ী উপজেলা শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বাংলাদেশ স্কাউটস জুড়ী উপজেলার শাখার স্কাউটাররা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮ জন স্কাউট সদস্য শহরের বিভিন্ন স্থানে কাজ শুরু করেছেন। সরেজমিনে দেখা যায়, উপজেলা শহরে বিভিন্ন স্থানে এক হাতে ছাতা, অন্য হাতে লাঠি ও মুখে বাঁশি নিয়ে স্কাউটাররা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে। স্কাউটসের পাশাপাশি পুলিশ সদস্যদেরকেওও মাঠে সক্রিয় থাকতে দেখা গেছে। পথচারী ও স্থানীয়রা জানান, জুড়ী সদরে প্রতিদিনই দীর্ঘ যানজট লেগে থাকে। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো ভেঙ্গে যাওয়ায় যানজট মারাত্মক আকার ধারণ করে। তাছাড়া ঈদ বাজারে গবাদি পশুসহ অন্যান্য মালামালের ক্রেতা-বিক্রেতাদের আনাগোনা বেড়ে যায়। এমতাবস্থায় ট্রাফিক নিয়ন্ত্রণে স্কাউটরা মাঠে নামায় যানজট অনেকটাই নিয়ন্ত্রণে। এ বিষয়ে জুড়ী উপজেলা স্কাউট কোষাধ্যক্ষ ও জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের স্কাউট টিচার কবির উদ্দিন বলেন, ‘জুড়ী থানার ওসি মহোদয়ের অনুরোধে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জুড়ী উপজেলা স্কাউটস সভাপতির অনুমতি সাপেক্ষে স্কাউটসদের মাঠে কাজ করতে দেওয়া হয়েছে। উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের ১৮ জন স্কাউটস ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মাঠে কাজ করবে। তাছাড়া ওরা ঈদের দিন বিভিন্ন ঈদগাহেও কাজ করবে।’ জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, যানজট নিরসনে স্কাউট সদস্যদের কাজে লাগানো হচ্ছে।