'ড্রেজার' দানবের মুখে মনু নদী, ভাঙনের কবলে ৫ গ্রাম

মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের একাটুনা ইউনিয়নে মনু নদীতে অপরিকল্পিত ও অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের ৫টি গ্রাম নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় বালু উত্তোলন বন্ধ করে মনু নদীর বেড়িবাঁধকে ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য জেলা প্রশাসনসহ সরকারি দপ্তর ও জনপ্রতিনিধিদের কাছে আবেদন করেছেন এলাকাবাসী। কিন্তু কেউই প্রয়োজনীয় কোন ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবছরই সদর উপজেলার মনু নদীর দুর্লভপুর অংশে বালু উত্তোলন করা হয়। কিন্তু এবছর তিনটি ড্রেজার দিয়ে ব্যাপকভাবে বালু উত্তোলন করা হচ্ছে। বেপরোয়া ভাবে বালু উত্তোলনের কারণে চাঁদনিঘাট ইউনিয়নের মমরুজপুর, আসিয়া, গদাধরভাগ, ঢেউপাশা ও বালিকান্দি গ্রামের বিভিন্ন অংশ নদী গর্ভে বিলীন হয়েছে। এমনকি তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ও নদীতে বিলীন হওয়ার পথে। বালু মহালের ইজারাদাররা প্রভাবশালী হওয়ার ফলে অভিযোগ আমলে নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে অচিরেই এই গ্রামগুলোর অনেকাংশ নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন। এলাকাবাসী গোলাম কবির চৌধুরী, মো. ফয়জুল, ছুফান মিয়া, আজম মিয়াসহ অনেকেরই অভিযোগ, বালু মহালের ইজারাদার প্রভাবশালী হওয়ার ফলে ইচ্ছে মত বালু উত্তোলন করে যাচ্ছেন। তাদের গ্রামের অনেক অংশ এখন বিলীন হয়ে গেছে। হুমকিতে রয়েছে প্রাইমারি স্কুলও। তারপরও ইজারাদার অপরিকল্পিত ও অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে যাচ্ছেন। বালু মহাল আইনে কোনও সরকারী স্থাপনা, ব্রিজ, কালভার্ট ও জনবসতি এলাকার ১ কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন করা যাবেনা বলে বলা হলেও তা মানা হচ্ছে না। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা অফিসের সহকারি পরিচালক মো. বদরুল হুদা বলেন, এ ধরণের কোন অভিযোগ এখনও পাননি। বালু ইজারার বিষয়টি জেলা প্রশাসন দেখে। যদি কেউ জেলা প্রশাসনের অনুমতির বাইরে অবৈধভাবে বালু উত্তোলন করা হলে সে ক্ষেত্রে তারা ব্যবস্থা নিবেন। তিনি আরোও বলেন, বালু উত্তোলনের কারণে যদি পরিবেশে ক্ষতিকারক প্রভাব পড়ে তাহলে তারা জেলা প্রশাসনকে বিষয়টি অবগত করবেন। পরে জেলা প্রশাসনের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। এ ব্যাপরে মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরীন বলেন, অভিযোগ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।