মৌলভীবাজারে ভাড়া বৃদ্ধিতে প্রতিবাদ, এ্যাকশনে পৌরসভা

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোডসহ বিভিন্ন সড়কে বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করে শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস)। প্রতিবাদের সাথে সাথেই এ্যাকশনে যায় পৌরসভা। বৃহস্পতিবার সকাল ১০ টায় কুসুমবাগ চত্বরে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দপ্তর সচিব সিরাজুল হাসানের সঞ্চালনায় সংগঠনের বক্তব্য রাখেন- মো. সোহান হুসাইন হেলাল, মো. সাইফুর রহমান চৌধুরী, রোটাঃ দুলাল হোসেন জুমান, সাব্বির আহমদ তপু, এম জুনেদ আহমদ, ফয়জুর রহমান রাজু, সাইদুল ইসলাম রিমন, মোহন দেব, গোবিন্দ দেব মিত্র, মাহবুবুর রহমান খাঁন অপু, মোছাঃ রেহনুমা আক্তার,আশরাফ চৌধুরী সাব্বির, মোঃ মুনাঈদ আহমেদ মুন্না, রনি আহমেদ, রিমন আহমদ, মোঃ রাহিন,সাহান আহমেদ, সাকিব আহমেদ রাফি, রেজাউল আহমেদ, আল-আমিন আহমদ সাহান, ফয়সল আহমেদ, মাহফুজ খাঁন, মারুফ আহমদ, নাহিদ আহমদ প্রমুখ। সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব তার বক্তব্যে বলেন, ভাড়া দ্বিগুন করার কারণে প্রতি দিনই জীবনের তাগিদে ছুটা সাধারণ জনগণ এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা পরেছেন নানান ভোগান্তির মধ্যে। প্রশাসন সিএনজিতে ৩ জন যাত্রীর বেশি নেওয়া যাবে না এই সিদ্ধান্তের অজুহাতে তারা এই ভাড়া বেশি আদায় করছে। এই সিদ্ধান্তের দায় বহন করতে হচ্ছে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে। সাধারণ জনগণ ও ছাত্র-ছাত্রীদের কথা বিবেচনা করে ভাড়া ৫ টাকা বহাল রাখার দাবী জানান তারা। ঘন্টাখানেক মানবন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল জেলা প্রশাসক কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এদিয়ে দুপুরের দিকে মৌলভীবাজার পৌরসবার পক্ষ থেকে জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে পৌর এলাকার সকল রুটে সিএনজি ও টমটমের পূর্ব নির্ধারিত ভাড়া বলবৎ রাখেন পৌরসভার মেয়র ফজলুর রহমান। এবং কোন অবস্থাতেই অধিক ভাড়া না নেয়ার নির্দেশ দেন মেয়র। উল্লেখ্য, গত ১লা সেপ্টেম্বর থেকে শহরের বিভিন্ন রুটে ৫ টাকার ভাড়া ১০ টাকা করেন সিএনজি ও টমটম চালকরা। এতে ক্ষোভ প্রকাশ করেন সর্বস্থরের জনসাধারণ।