কুলাউড়ায় নিখোঁজের ৫ দিন পর নদীতে ভাসলো গৃহবধূর লাশ

কুলাউড়া প্রতিনিধি:কুলাউড়ায় নিখোঁজের ৫ দিন পর নদীতে ভাসমান অবস্থায় নাজমীন খানম (৪৫) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে উপজেলার বরমচাল ইউনিয়ন এলাকার ফানাই নদী থেকে কুলাউড়া থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। নাজমীন বরমচালের উত্তর রাউৎগাঁও মাঝিপাড়া গ্রামের হান্নান মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয়দের দাবি নাজমীন মানসিক ভারসাম্যহীন। পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম টেপন জানান, উপজেলার ভাটেরায় নাজমীনের ছোট বোন তার মামার বাড়িতে থেকে প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন। নাজমীন যখন মানসিকভাবে অসুস্থ হতেন তখন তিনি মামার বাড়িতে গিয়ে ছোট বোনের কাছে থাকতেন। গত ২২ সেপ্টেম্বর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে নাজমীনকে তার ছোট বোনের বাড়িতে দিয়ে আসেন হান্নান মিয়া। ২৩ সেপ্টেম্বর সকাল থেকে নাজমীনের কোন খোঁজ পাওয়া যাচ্ছিলো না। পরে তার স্বামীসহ স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেন। তাকে না পেয়ে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন নাজমীনের স্বামী। শনিবার দুপুরে পুলিশ তার বাড়ি ও স্বামীর বাড়ি বরমচালে বিষয়টি তদন্ত করতে যায়। এসময় স্থানীয়রা গ্রামের পাশে ফানাই নদীতে একজন নারীর লাশ দেখতে পেয়ে পুলিশকে বিষয়টি অবগত করেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করলে নাজমীনের লাশ বলে নিশ্চিত করেন তার স্বজনরা। কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্ত্তী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে ব‌লেন- স্থানীয় সবার সাথে আলাপ করে জানা যায় নাজমীন খানম মানসিক ভারসাম্যহীন ছিলেন। বেশি অসুস্থ হলে তিনি তার বোনের কাছে থাকতেন। গত ২৩ সেপ্টেম্বর থেকে তিনি নিখোঁজ হন।