‘বিশ্বকাপ ফাইনালের পর টানা ৩ দিন ঘুমাইনি’

২০০৭ সালে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইতিহাস রচনা করে ভারত। দক্ষিণ আফ্রিকায় আয়োজিত শ্বাসরুদ্ধকর ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ রানে হারিয়ে শিরোপা নিয়ে ঘরে ফেরে তারা। অলরাউন্ডার ইরফান পাঠান এবং তরুণ পেস সেনসেশন রুদ্র প্রতাপ সিং নেন তিনটি করে উইকেট। ফলে ভারতের ১৫৭ রানের জবাবে ১৫২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। যদিও শেষদিকে ভারতকে ভড়কে দিয়েছিলেন মিসবাহ-উল-হক। তার সামনে নায়ক হওয়ার সুযোগও ছিল। কিন্তু শেষ পর্যন্ত খলনায়ক বনে যান তিনি। যোগিন্দর শর্মার বলে ক্যাচ আউট হয়ে তীরে এসে তরী ডোবান মিসবাহ। তখনও ৩ বল বাকি ছিল। সাজঘরে ফেরার আগে ৪ ছক্কায় ৪৩ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। তার আউটে বিশ্বজয়ের আনন্দ-উল্লাসে মাতে ভারত। স্মরণীয় সেই জয়ের স্মৃতিচারণা করেছেন টিম ইন্ডিয়ার অভিজ্ঞ ব্যাটসম্যান রবিন উত্থাপ্পা। জানালেন, ঐতিহাসিক সেই জয়ের পর একনাগাড়ে তিনদিন ঘুমাননি তিনি। নিউজিল্যান্ড লেগস্পিনার ইশ্ সোধির সঞ্চালনায় রয়্যালস পডকাস্টে উত্থাপ্পা বলেন, বিশ্বকাপ জয়ের পর টানা তিনদিন ঘুমাইনি আমি। আমরা শুধু উদযাপন করছিলাম। কারণ, ফাইনালি লড়াইয়ে পাকিস্তানকে হারিয়েছিলাম। তিনি বলেন, শিরোপা জয় আমাদের ব্যাপকভাবে আন্দোলিত করে, যখন আমরা নিজ দেশের মাটিতে পা রাখি। আমাদের ব্যাপক সংবর্ধনা দেয়া হয়। সেদিন মুম্বাইয়ের কাউকে থামানো যায়নি। পুরো শহরে অচলাবস্থার সৃষ্টি হয়। সবাই আমাদের টিম বাসের দিকে আসে। ওই দিন আমরা তাদের সঙ্গে মিলে একাত্ম হয়ে যাই। স্বভাবতই মেগা ইভেন্টে ভারতের ট্রফি জয়ে ব্যক্তিগতভাবে অবদান রাখতে পারায় গর্বিত ভারতীয় ওপেনার কাম মিডলঅর্ডার ব্যাটসম্যান। তথ্যসূত্র: ক্রিকেট পাকিস্তান ডটকম