জুড়ীতে সাতজনের করোনা শনাক্ত

মৌলভীবাজারের জুড়ীতে নতুন করে সাত জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন ব্যাংক কর্মকর্তা, একজন প্রাথমিক শিক্ষক ও একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এক সপ্তাহ আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাদের নমুনা পাঠালে সোমবার দুপুরে তাদের ফলাফল পজিটিভ আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আক্রান্ত সাত জনের মধ্যে একজন স্থানীয় এক ব্যাংকের ব্যবস্থাপক, একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। আক্রান্তরা উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর, কালীনগর, পশ্চিম ভবানীপুর, পশ্চিম জুড়ী ইউনিয়নের উত্তর ভবানীপুর, গোয়ালবাড়ী ইউনিয়ন ও ফুলতলা ইউনিয়নের বটুলী গ্রামের বাসিন্দা। জুড়ীতে স্থানীয় ভাবে এ পর্যন্ত ৮৬ জনের করোনা শনাক্ত হয়। করোনা আক্রান্তদের মধ্যে একজন মৃত্যুবরন করেছেন। এর বাহিরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সিলেটে চিকিৎসা নিতে গিয়ে চার জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে একজন ডা. শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।