সুয়ারেজের রেকর্ডের রাতে পয়েন্ট হারালো অ্যাটলেটিকো

বার্সেলোনা থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়ে দারুণ ছন্দে রয়েছেন লুইস সুয়ারেজ। একের পর এক গোল করে লা লিগা পয়েন্ট টেবিলে দলের দাপুটে অবস্থানে রাখছেন কার্যকরী ভূমিকা। সোমবার ওয়ান্ডা মেটেট্রাপেলোটিনে লা লিগার ম্যাচে সেল্টা ভিগোর মুখোমুখি হয় অ্যাটলেটিকো। সেই ম্যাচেও জোড়া গোল করেন সুয়ারেজ। উরুগুইয়ান স্ট্রাইকারের নৈপুণ্যে ম্যাচে লিড নিয়েও ২-২ গোলে ড্রয়ের স্বাদ পায় স্বাগতিকরা। করোনা সংক্রমণের কারণে মূল দলের ৬ তারকাকে ছাড়াই খেলতে নামে অ্যাটলেটিকো। তবে তাদের অভাব বুঝতে দেননি সুয়ারেজ। জোড়া গোল করে ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে রেকর্ড গড়েন তিনি। এখন পর্যন্ত ১৭ ম্যাচে ১৬ গোল করেন তিনি। ২১ শতকে লা লিগার ইতিহাসে কোনো ফুটবলার ১৭ ম্যাচে ১৫ গোলের বেশি করতে পারেননি। এতদিন এই রেকর্ড দখলে ছিল রোনালদোর। ২০০৯ সালে রিয়াল মাদ্রিদের হয়ে সিআরসেভেন ১৭ ম্যাচ থেকে ১৫ গোল করেন। ঘরের মাঠে ম্যাচের ১৩তম মিনিটেই পিছিয়ে পড়ে দ্য রেডস অ্যান্ড হোয়াইটসরা। হিউগো মালোর পাসে সেল্টা ভিগোর পক্ষে প্রথম গোল করেন স্যান্টি মিনা। প্রথমার্ধের শেষদিকে সুয়ারেজের গোলে সমতায় ফেরে অ্যাটলেটিকো। মার্কোস লরেন্তের পাস থেকে বল পেয়ে দক্ষতার সঙ্গে জালে জড়ান সাবেক বার্সা তারকা। বিরতি থেকে ফিরে দশ মিনিটের মাথায় দলকে লিড এনে দেন সুয়ারেজ। ৫০ তম মিনিটে রেনান লোদির পাসে লক্ষ্যভেদ করেন তিনি। শেষ সাত চার ম্যাচে এটি সুয়ারেজের সপ্তম গোল। জয় যখন নিশ্চিত, তখনই ম্যাচকে সমতায় ফেরায় সেল্টার ভিগোর ফেরেইরা। ৮৯ তম মিনিটে পাসে গোল করে অ্যাটলেটিকোকে পূর্ণ পয়েন্ট থেকে বঞ্চিত করেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। লা লিগায় ২০ ম্যাচ খেলে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে সমান ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। গোল ব্যবধানে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে কাতালানরা।