ব্যাটসম্যানদের দুষলেন তাসকিন

ম্যাচে পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ পেলেন একটি করে উইকেট। অধিনায়ক তামিম ইকবাল আরো চারজন বোলারকে ব্যবহার করেছেন। কিন্তু তাতে লাভ হয়নি। যদিও অভিষেকে ৬ ওভারের স্পেলে মাত্র ১৭ রান দেন শেখ মেহেদী। আর বল হাতে এক উইকেট ও ব্যাট হাতে ১০ রান করা তাসকিন আহমেদ ম্যাচ শেষে দুষলেন ব্যাটসম্যানদেরই। সেই সঙ্গে জানালেন তারা কতটা অসহায় ছিলেন। তাসকিন বলেন, ‘আমরা ব্যাট হাতে ভালো শুরু করতে পারিনি। ২৬০-২৭০ রান করলে ভিন্ন চিত্র হতে পারতো। কিন্তু ততটা ভালো ব্যাটিং আমরা করতে পারিনি। এই রান করে কিছুই করার থাকে না আসলে।’ ২০১৭ তে দক্ষিণ আফ্রিকা সফর শেষে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন পেসার তাসকিন আহমেদ। এরপর ইনজুরি, ফর্ম সব মিলিয়ে তার দলে ফিরতে অপেক্ষা করতে হয়েছে তিন বছর। এ বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে আবারো সুযোগ হয় তার। এবার নিউজিল্যান্ড সফরেও দলে আছেন। গতকাল সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে দল যখন চরম ব্যাটিং বিপর্যয়ে তখন তিনি ব্যাট হাতে লড়াই করেন। ৩২ বল খেলে দলের স্কোর বোর্ডে ১০ রানের অবদান রাখেন। আবার বল হাতেও লড়াই চালিয়ে যান তাসকিন। ৪ ওভার বল করে ২৩ রানে এক উইকেট নেন তিনি। এই পেসারও দলের এমন বাজে ব্যাটিংয়ে কারণ খুঁজে পাচ্ছেন না। নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে তাদের প্রস্তুতি নিয়েও কোনো অজুহাত দাঁড় করাতে চান না তাসকিন। তিনি বলেন, ‘আমাদের বোলাররা ভালো প্রস্তুতি নিয়েছিল। এখানে পৌঁছানোর পর কোয়ারেন্টিন শেষেও ভালোভাবে প্রস্তত করেছি নিজেদের। বাকি ম্যাচগুলোর জন্য ভালো করার আশা রাখতে পারি। নিউজিল্যান্ডে ভালো করা সবসময়ই কঠিন। নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম সেরা দল, বিশেষ করে ঘরে মাটিতে।’