দু’বার পিছিয়ে পড়েও বেনজেমার হ্যাটট্রিকে রিয়ালের জয়

‘হতাশ হওয়ার কিছু নেই। আমাদের শক্তিশালী একটা দল রয়েছে।’ দিনদুয়েক আগে কিলিয়ান এমবাপ্পেকে না পাওয়ার বিষয়টি এভাবেই ব্যক্ত করেছিলেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। গুরুর কথার মান রাখলেন শিষ্যরা। স্প্যানিশ লা লিগার ম্যাচে রিয়াল পেলো বড় জয়। করিম বেনজেমার হ্যাটট্রিকে সেল্টা ভিগোকে ৫-২ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোরা। প্রথমার্ধে রিয়ালের জালে দু’বার বল পাঠিয়ে দারুণ কিছুর আভাস দিয়েছিল সেল্টা ভিগো। দু’বার পিছিয়ে গেলেও বেনজেমাকে সঙ্গ দিয়ে ভিনিসিয়াস জুনিয়র ও এদুয়ার্দো কামাভিঙ্গা বড় জয়ই নিশ্চিত করে। ১৮ মাস পর সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ। চেনা আঙিনায় গোটা ম্যাচেই ছিল স্বাগতিকদের আধিপত্য। ৬০ শতাংশ বল দখলে রেখে সেল্টা ভিগোর গোলবারের উদ্দেশ্যে ১৫টি শট নেয় রিয়াল।যার লক্ষ্যে ছিল ১১টি। অপরদিকে ৪০ শতাংশ বল দখলে রেখে ১১টি শটের মাত্র ৪টি লক্ষ্যে রাখতে সমর্থ্য হয় সফরকারীরা। ম্যাচের শুরুতেই নিজেদের ভুলে গোল খেয়ে বসে রিয়াল মাদ্রিদ। ৪র্থ মিনিটে সেল্টা ভিগোর আক্রমণ ক্লিয়ার করতে ব্যর্থ হন কাসেমিরো ও নাচো ফার্নান্দেজ। সেই সুযোগ ইয়াগো আসপাস বল ধরে ছোট পাস দেন সান্তি মিনাকে। কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন সেল্টা ভিগোর এই স্প্যানিশ ফরোয়ার্ড। ২৪তম মিনিটে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। কাসেমিরোর দূরের ক্রস ভলিতে কাটব্যাক করেন ফেদে ভালভারদে। আর পেনাল্টি স্পটের কাছে ফাঁকায় বল পেয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন করিম বেনজেমা। আবারও এগিয়ে যেতে বেশি সময় নেয়নি সেল্টা ভিগো। ৫ মিনিটের ব্যবধানে স্কোরলাইন ২-১ করেন ফ্রাঙ্কো সের্ভি। সতীর্থের পাস ছয় গজ বক্সের মুখে পেয়ে সের্ভির শট পোস্টে বাধা পায়, ফিরতি বল দ্বিতীয় প্রচেষ্টায় জালে পাঠাতে ভুল করেননি এই আর্জেন্টাইন মিডফিল্ডার। প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে অফসাইডের খড়গে পড়ে সমতায় ফেরা হয়নি রিয়ালের। এসময় দুর্দান্ত হেডে বল জালে পাঠিয়েছিলেন বেনজেমা। তবে বিরতি থেকে ফিরেই গোল করেন ফরাসি স্ট্রাইকার। মিগেল গুতিয়েরেজের ক্রসে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মধ্যে থেকে হেডে বল জালে পাঠান বেনজেমা। আট মিনিটের ব্যবধানে ভিনিসিয়াসের গোলে প্রথমবারের মতো এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এসময় বেনজেমার পাস ধরে মাঝ মাঠ থেকে ছুটে গিয়ে দারুণ শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। চার মিনিটের ব্যবধানে ম্যাচে ফেরার সুযোগ এসেছিল সেল্টা ভিগোর। ৫৮তম মিনিটে আসপাসের দুর্দান্ত প্রচেষ্টা প্রতিহত করে লিড অক্ষত রাখেন রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া। ৬৮তম মিনিটে এডেন হ্যাজার্ডের বদলি হিসেবে নামেন সদ্য রিয়াল মাদ্রিদে যোগ দেয়া কামাভিঙ্গা। আর মাঠে নেমে চার মিনিটের মাথায় দুর্দান্ত গোলে অভিষেক ম্যাচ রাঙালেন ১৮ বছর বয়সী তরুণ তুর্কী। ৮৭তম মিনিটে সেল্টা ভিগোর ডি-বক্সে ফাউলের শিকার হন ভিনিসিয়াস। পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূরণ করেন বেনজেমা। আসরে এখন পর্যন্ত চার ম্যাচে ৫ গোল করে তালিকার শীর্ষে রয়েছেন তিনি। চার ম্যাচে তিন জয় ও এক ড্র্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আনচেলত্তির দল।