স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, যারাই অন্যায় করছে তাদের বিচার হচ্ছে। সে হোক ছাত্রলীগ, যুবলীগ শ্রমিক লীগ বা অন্য কোনো জনপ্রতিনিধি; কেউই আইনের ঊর্ধ্বে নয়।
বৃহস্পতিবার (২৮ জুলাই) মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ অলিলা অপালওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভিত্তিপ্রস্তর স্থাপন ও পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।
তিনি বলেন, এই ফ্যাক্টরি চালু হলে অন্তত ১ হাজার ২শ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এ সময় মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, ঢাকা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক মুহম্মদ হাবিবুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও জেলা পুলিশ সুপার মুহাম্মদ জাকারিয়া উপস্থিত ছিলেন।
প্রকল্প কাজের উদ্বোধন শেষে অলিলা গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর প্রাঙ্গণে অলিলা গ্রুপের চেয়ারম্যান হাসিনা নাহিদের সভাপতিত্বে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান, সিলেট ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ রওশনুজ্জামান সিদ্দিকীসহ পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে বিকালে মৌলভীবাজার পুলিশ লাইনসে নবনির্মিত একটি মহিলা ব্যারাক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
মন্তব্য