মাইলফলক স্পর্শ করতে তামিমের দরকার ৫৭ রান

মাইলফলক স্পর্শ করতে তামিমের দরকার ৫৭ রান

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে আট হাজার রানের ক্লাবে নাম লেখানোর অপেক্ষায় রয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক ও ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এই মাইলফলক স্পর্শ করতে তার দরকার আর মাত্র ৫৭ রান।

আজ হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এই সিরিজে ৫৭ রান করতে পারলেই, বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আট হাজার রান পূর্ণ হবে তামিমের।

তামিম এ পযর্ন্ত ২২৮ ম্যাচে ২২৬ ইনিংসে করেছেন সাত হাজার ৯৪৩ রান। এর মধ্যে রয়েছে ১৪টি সেঞ্চুরি ও ৫৩টি হাফ। তার ব্যাটিং গড় ৩৬ দশমিক ৯৪।

২০০৭ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় তামিমের। তামিমের পর বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। ২২১ ম্যাচে ২০৯ ইনিংসে ছয় হাজার ৭৫৫ রান আছে সাকিবের। তৃতীয়স্থানে আছেন মুশফিকুর রহীম। ২৩৩ ম্যাচে ২১৮ ইনিংসে ছয় হাজার ৬৯৭ রান করেছেন তিনি।