পরাজয়ের দিনে অনন্য মাইলফলক ছুঁলেন সাকিব

মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে ও রাসেল ডমিঙ্গোর কোচিংয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে আশানুরূপ ফল পাচ্ছিল না বাংলাদজিম্বাবুয়েসফরথেকেইদলেপরিবতর্নেরহাওয়ালাগে দেশেফিরেই ডমিঙ্গোকে সরিয়ে আনা হয় ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম

নেতৃত্ব তুলে দেওয়া হয় সাকিব আল হাসানের উপর। কিন্তু যেই লাউ সেই কদু অবস্থা। তিনদিনেই শেষ বাংলাদেশের এশিয়া কাপ মিশন। 

প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটে হারের পর বৃহস্পতিবার শ্রীলংকার কাছেও ২ উইকেটে হারল টাইগাররা।

আর এমন পরাজয়ের দিনেও অনন্য এক রেকর্ডে নিজের নাম লেখালেন সাকিব।  

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৬ হাজার রান ও ৪০০ উইকেট শিকারের দুর্দান্ত এক মাইলফলক ছুঁলেন সাকিব। এতোদিন এ রেকর্ড ছিল শুধু ক্যারিবীয় অলরাউন্ডার ডুয়ানে ব্রাভোর। বৃহস্পতিবার সেই ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ অধিনায়ক। 

ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট আগেই পেয়েছেন সাকিব। শুধু অপেক্ষা ছিল রানসংখ্যার।

বৃহস্পতিবার দুবাইয়ে শ্রীলংকার বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে ২২ বলে ২৪ রানের ইনিংস খেলেন এই অলরাউন্ডার। এরইসঙ্গে তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসাবে টি-টোয়েন্টিতে ৬ হাজার রান পূরণ করেন সাকিব। তাতে ব্রাভোর ক্লাবেও নাম উঠে গেল তার।

  কে। 

েশ।