টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

এশিয়া কাপের ১৫তম আসরের অষ্টম ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। 

টুর্নামেন্টের গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরে যায় পাকিস্তান।

রোববার সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে ফের মুখোমুখি প্রতিবেশী দুই দেশ। 

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। 

টস জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। 

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সুরাইয়া কুমার যাদব, ঋষভ পন্থ, দিপক হুদা, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবি বিষ্ণু, আরশদিপ সিং ও যুজবেন্দ্র চাহাল।

পাকিস্তান: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, সাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন ও নাসিম শাহ।