ভারতের টিকে থাকার লড়াই, শ্রীলঙ্কার সামনে ফাইনাল

সুপার ফোরের লড়াইয়ে কাল ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এবারের এশিয়া কাপের গ্রুপ পর্বে আফগানিস্তানের কাছে বাজেভাবে হেরে আসর শুরু করলেও বাংলাদেশের দেওয়া ১৮৩ রান টপকে দারুণ জয়ে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা।

সুপার ফোরে শুরুটাও দুর্দান্ত হয়েছে লঙ্কানদের। গ্রুপ পর্বে ৮ উইকেটে হেরে যাওয়া আফগানদের ৪ উইকেটে হারিয়ে ফাইনালের পথে পা বাড়িয়ে দিয়েছে দাসুন শানাকার দল। বলা যায় টানা দুই ম্যাচ জিতে নিজেদের ফিরে পেয়েছে এশিয়ার অন্যতম শক্তিশালী এই দলটা।

অন্যদিকে ভারত গ্রুপ পর্বে পাকিস্তান ও হংকংকে হারিয়ে সুপার পর্বে উঠতে ৫ উইকেটে হেরে যায় পাকিস্তানের কাছে। চিরপ্রতিদ্বন্ধীর কাছে হেরে মানসিকভাবে কিছুটা পিছিয়ে পড়লেও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে যেতে চাইবে ভারত।

তবে লঙ্কানদের বিপক্ষে হারলে টানা দুই হারে সুপার ফোর থেকে ছিটকে যাবে ভারত। লঙ্কানরা জিতলে টানা দুই জয়ে ফাইনালে খেলা নিশ্চিত হয়ে যাবে অনেকটাই।

এর আগে দুই দলের ২৫ বারের দেখায় ১৭ ম্যাচ জিতেছে ভারত, অন্যদিকে মাত্র ৭টি জয় পায় শ্রীলঙ্কা। পরিত্যক্ত হয় ১টি ম্যাচ।

ভারত সম্ভাব্য একাদশ: কেএল রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেট রক্ষক), দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চাহাল, আভেষ খান।

শ্রীলঙ্কা সম্ভাব্য একাদশ: পথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (উইকেট রক্ষক), চারিথ আসালাঙ্কা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, মহেশ থেকশানা, দিলশান মাদুশঙ্কা, অসিথা ফার্নান্দো।