৬ ম্যাচে ২৩ গোল বার্সার

মৌসুমের প্রথম ম্যাচে রায়ো ভায়েকানোর সঙ্গে গোলশূন্য ড্র করে বার্সেলোনা। সাদামাটা শুরুর পর দাপট দেখিয়ে চলেছে ব্লাউগ্রানারা। স্প্যানিশ লা লিগায় সবশেষ চার ম্যাচের প্রত্যেকটিতে ন্যূনতম ৩ গোল করেছে জাভি হার্নান্দেজেদের দল। ৪ ম্যাচে ১৫ গোল দিয়েছে কাতালানরা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৬ ম্যাচে বার্সার গোলসংখ্যা ২৩। লা লিগায় সবশেষ ম্যাচেও দাপুটে জয় পেয়েছে লেভানদোভস্কি-রাফিনহারা। শনিবার রাতে নুয়েভো মিরানদিয়া স্টেডিয়ামে স্বাগতিক কাদিজকে ৪-০ গোলে হারায় বার্সেলোনা। 

গত দুই মৌসুমে চার ম্যাচে একবারও কাদিজকে হারাতে পারেনি বার্সেলোনা। ২০২০-২১ মৌসুমে কাদিজের মাঠে ২-১ গোলে হারের পর তারা লীগের ফিরতি দেখায় করেছিল ১-১ ড্র। আর গত মৌসুমে কাদিজের মাঠে গোলশূন্য ড্রয়ের পর ঘরের মাঠে ১-০ গোলে হেরেছিল ব্লাউগ্রানারা। 

শনিবার ম্যাচজুড়ে কাদিজের ওপর আধিপত্য বিস্তার করে বার্সেলোনা। ৭১ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলবারের উদ্দেশ্যে মোট ১৬টি শট নেয় সফরকারীরাযার মধ্যে লক্ষ্যে ছিল ৮টি। বিপরীতে ২৯ শতাংশ বল দখলে রাখা কাদিজ ৬টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি।ম্যাচের শুরু থেকেই বল দখল এবং আক্রমণে ধার দেখায় বার্সেলোনা। তবে বারবার গোলমুখে গিয়ে ব্যর্থ হচ্ছিল তারা। নিষ্প্রভ প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে কাক্সিক্ষত গোলের দেখা পায় বার্সা। ৫৫তম মিনিটে দলকে এগিয়ে নেন ফ্রেঙ্কি ডি ইয়ং। দশ মিনিটের ব্যবধানে স্কোরলাইন ২-০ করেন বদলি নামা রবার্ট লেভানদোভস্কি। চ্যাম্পিয়নস লীগ সূচিতে তিনদিন পর বায়ার্ন মিউনিখের ম্যাচ থাকায় পোলিশ স্ট্রাইকারসহ বেশ কয়েকজনকে শুরুর একাদশে রাখেননি কোচ জাভি।

কিছুক্ষণ পর গ্যালারিতে উপস্থিত এক দর্শক অসুস্থ হয়ে পড়লে খেলা বন্ধ হয়ে যায়। ৮২তম মিনিটে কাদিজের গোলবারের পেছনের গ্যালারির এক দর্শক হৃদরোগে আক্রান্ত হন। এই ঘটনায় দুই দলের খেলোয়াড়রাই ড্রেসিং রুমে চলে গিয়েছিলেন। পুনরায় খেলা শুরু হবে কি না তা নিয়ে জেগেছিল শঙ্কা। তবে ঘণ্টাখানেক পর ফের ম্যাচ শুরু হয়। এরপর বাকি সময়ে আরো দুইবার লক্ষ্যভেদ করে বার্সেলোনা। ৮৬তম মিনিটে আনসু ফাতির গোলের পর ইনজুরি টাইমে স্কোরলাইন ৪-০ করেন ওসমান দেম্বেলে।

লা লিগায় টানা চতুর্থ জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। ৫ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট ব্লাউগ্রানাদের। ৪ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। পাঁচ ম্যাচের সবকটি হেরে পয়েন্ট টেবিলের তলানিতে কাদিজ।।