রিয়াদকে বিশ্বকাপ দলে না রাখায় স্ত্রীর ক্ষোভ

রিয়াদকে বিশ্বকাপ দলে না রাখায় স্ত্রীর ক্ষোভ

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে বড় আলোচনা মাহমুদউল্লাহ রিয়াদকে ঘিরে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছেন। এবারের বিশ্বকাপেও একই দায়িত্ব পালন করবে বলে মনে হচ্ছিল।

তবে টানা অফফর্মের কারণে দুই মাস আগে থেকে দৃশ্যপট বদলাতে থাকে। অধিনায়কত্ব হারান, দল থেকেও জায়গা হারান। তবুও সর্বশেষ এশিয়া কাপে আবারও সুযোগ পেয়েছিলেন নিজেকে প্রমাণের। কিন্তু সেখানেও নিজেকে প্রমাণে ব্যর্থ হন।

ফলাফল বিশ্বকাপের দল থেকেই ছিটকে যান। এদিকে স্বামী মাহমুদউল্লাহ রিয়াদের বাদ পড়াটা সহজে মেনে নিতে পারেননি এই ক্রিকেটারের স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ক্ষোভ ঝেড়েছেন এই ক্রিকেটারের স্ত্রী।

দল ঘোষণার পর মিস্টি নিজের অ্যাকাউন্টে লেখেন, ‘এই দেশে যোগ্য লোকের যোগ্যতার মূল্যায়ন হয় না, হবেও না!............’