অবিশ্বাস্য গোলে সাবেক ক্লাবকে হারালেন হালান্দ

২০২০ সালের ১লা জানুয়ারি বরুশিয়া ডর্টমুন্ডে যোগ দেন আর্লিং হালান্দ। জার্মান বুন্দেসলিগার ক্লাবটিতে ২ মৌসুমে নিজের জাত চিনিয়েছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। গোলমেশিন খ্যাত তরুণ তারকা নতুন মৌসুমে যোগ দিয়েছেন ম্যানচেস্টার সিটিতে। যে ডর্টমুন্ডে উত্থান সেই ক্লাবকে প্রথমবারের মতো প্রতিপক্ষ হিসেবে পেলেন হালান্দ। সাবেক ক্লাবকে ছাড় দেননি তিনি। শেষ মুহূর্তে হালান্দের অবিশ্বাস্য গোলেই ডর্টমুন্ডকে হারিয়েছে সিটি। বুধবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লীগের ‘জি’ গ্রুপের ম্যাচে ২-১ গোলের জয় পায় ম্যান সিটি।

শেষ মুহূর্তে ম্যাচ হারলেও প্রথমে লিড নিয়েছিল বরুশিয়া ডর্টমুন্ডই। ৫৬তম মিনিটে জুড বেলিংহ্যামের গোলে এগিয়ে যায় সফরকারীরা। ৮০তম মিনিট পর্যন্ত লিড ধরেও রেখেছিল এডিন টারজিচের দল। এরপর সমতাসূচক গোলটি করেন জন স্টোআর ৮৪তম মিনিটে জয়সূচক গোলটি হালান্দের। বাঁ প্রান্ত থেকে জোয়াও কানসেলোর বাতাসে ভাসানো পাস পেয়ে যান হালান্দ। বলটা সামনে দিয়ে যাওয়ার আগেই দুই ডিফেন্ডারের মাঝ থেকে লাফ দেন তিনি, শূন্যে থাকতেই বাঁ পায়ের অ্যাক্রোবেটিক শট নেন হালান্দ। ডর্টমুন্ড গোলরক্ষক আলেক্সান্ডার মেয়ের কিছু বোঝার আগেই বল জালে জড়ায়।অন্তিম মুহূর্তে দলকে পূর্ণ পয়েন্ট এনে দেয়া গুরুত্বপূর্ণ গোলটি করলেও উদ্যাপন করেননি হালান্দ। সাবেক ক্লাব ডর্টমুন্ড প্রতিপক্ষ বলেই দুর্দান্ত ছন্দ দেখিয়েও আনন্দে বাঁধ দিয়েছেন তিনি। ম্যাচশেষে হালান্দ বলেন, ‘ম্যাচটা আমার জন্য বিশেষ ছিল। আবেগের ছিল। বরুশিয়ায় আমার অনেক বন্ধু আছে। কোচ, স্টাফ সবাই আমার পরিচিত। যে কারণে এটা বিশেষ।’

হালান্দের গোলকে কিংবদন্তি জোহান ক্রুইফের ১৯৭৩ সালে করা একটি গোলের সঙ্গে তুলনা করেছেন ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা। ম্যাচশেষে তিনি বলেন, ‘যারা আমাকে চেনেন, তারা জানেন আমার জীবনে একজন ব্যক্তি, একজন শিক্ষক, একজন কোচ হিসেবে ক্রুইফের কী পরিমাণ প্রভাব আছে। অনেক বছর আগে ক্যাম্প ন্যুতে বার্সেলোনার হয়ে অ্যাটলেটিকোর (মাদ্রিদের) বিপক্ষে একটি অবিশ্বাস্য গোল করেছিলেন ক্রুইফ, ঠিক হালান্দের মতো। আর্লিং যে মুহূর্তে গোল করলো, আমার ক্রুইফের কথা মনে পড়ে গেল। জোয়াওয়ের (কানসেলো) অ্যাসিস্ট ছিল অবিশ্বাস্য, আর আর্লিংয়েল ফিনিশিং ছিল ভিন্নধর্মী।’

‘জি’ গ্রুপের অন্য ম্যাচে সেভিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে এফসি কোপেনহেগেন।

দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে ম্যানচেস্টার সিটি। ১ জয় ও ১ হারে দুইয়ে ডর্টমুন্ড। দুই ম্যাচে ১ ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে তিনে কোপেনহেগেন। সমান পয়েন্ট নিয়ে চারে সেভিয়া।