উলভসের মাঠে সিটির বড় জয়

লিভারপুলের বিপক্ষে এফএ কমিউনিটি শিল্ডের ম্যাচে বিগ চান্স মিস করে সমালোচিত হন আর্লিং ব্রট হালান্দ। তবে নিন্দুকদের মুখে কুলুপ এঁটে দেন প্রিমিয়ার লীগের নিজের প্রথম ম্যাচেই। ওয়েস্ট হ্যামের বিপক্ষে জোড়া গোলে অভিষেক রাঙান ম্যানসিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার। সেই শুরু, এরপর সিটির কোনো ম্যাচে গোলশূন্য থাকেননি হালান্দ। প্রিমিয়ার লীগে সবশেষ ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষেও গোল পেয়েছেন তিনি। আর ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে বড় ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। 

আজ রাতে মলিনেক্স স্টেডিয়ামে স্বাগতিক উলভসকে ৩-০ গোলে হারায় ম্যান সিটি। হালান্দের সঙ্গে একটি করে গোল করেন জ্যাক গ্রিলিশ ও ফিল ফোডেন।

প্রতিপক্ষের মাঠে গোটা ম্যাচে ছিল ম্যান সিটির আধিপত্য। ৬০ শতাংশ বল দখলে রেখে উলভসের গোলবারের উদ্দেশ্যে ১৬টি শট নেয় পেপ গার্দিওলার দল। লক্ষ্যে ছিল ৭টি। অপরদিকে ৪০ শতাংশ বল দখলে রাখা উলভস ৬টি শটের ১টি লক্ষ্যে রাখতে সমর্থ্য হয়। 

ম্যাচের প্রথম মিনিটেই সিটিকে লিড এনে দেন ইংলিশ তারকা জ্যাক গ্রিলিশ। ১৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্লিং হালান্দ। বিরতিতে যাওয়ার আগে বড় ধাক্কা খায় উলভস। ৩৩তম মিনিটে বল দখলের লড়াইয়ে গ্রিলিশকে ফ্লাইয়িং কিক মেরে সরাসরি লাল কার্ড দেখেন স্বাগতিক দলের আইরিশ ডিফেন্ডার নাথান কলিনস। দ্বিতীয়ার্ধের ৬৯তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ফিল ফোডেন। এরপর গোলমুখে দুই দলই চেষ্টা করেছে। তবে স্কোরলাইনে আসেনি কোনো পরিবর্তন।