প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, মহিলা দলের সেই নেত্রীর জামিন নামঞ্জুর

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও সমসাময়িক বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে সোনিয়া আক্তার স্মৃতির জামিন আবেদন নামঞ্জুর করেছেন রাজবাড়ীর আদালত।

সোমবার রাজবাড়ীর ১নং আমলি আদালতে বিচারক কায়ছুন নাহার সুরমা সোনিয়া আক্তার স্মৃতির জামিন নামঞ্জুর করেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে জামিন আবেদনটি করা হয় বলে জানান আসামিপক্ষের আইনজীবী তসলিম উদ্দিন আহমেদ।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও সমসাময়িক বিষয় নিয়ে গুজব ছড়ানোর ঘটনায় থানায় অভিযোগ করা হয়। গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে নিজ বাসা থেকে রাজবাড়ী মহিলা দলের সদস্য ও রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সোনিয়া আক্তার স্মৃতিকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। পর দিন তাকে আদালতে পাঠানো হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও সমসাময়িক বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে সোনিয়া আক্তার স্মৃতির কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছে বিভিন্ন সংগঠন। মানববন্ধনে বক্তারা বলেন, রাজবাড়ী জেলার জন্য সোনিয়া আক্তার স্মৃতি একটি কলঙ্কজনক নাম। সে তার নিজস্ব ফেসবুক প্রোফাইল থেকে প্রতিনিয়ত সরকারবিরোধী পোস্ট করে সরকারের উন্নয়ন  কাজে বাধা দিচ্ছেন ও গুজব ছড়াচ্ছেন। সম্প্রতি তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে যে কুরুচিপূর্ণ কথা বলেছেন, সেই হিসেবে তার শাস্তি হওয়া উচিত। সোনিয়া আক্তার স্মৃতিকে স্বল্পসময়ে গ্রেফতার করায় রাজবাড়ীর পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান তারা।