হবিগঞ্জে ব্যাটারি চালিত টমটমের (ইজিবাইক) ধাক্কায় জান্নাতুল আক্তার (৬) নামের এক শিশু নিহত হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার পইল সড়কে এ ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল উপজেলার পইল ইউনিয়নের দেবপাড়া গ্রামের মিজান মিয়ার মেয়ে।
নিহতের পারিবারিক সূত্রে জানায়, সোমবার দুপুর ১২টার দিকে দিকে জান্নাতুল আক্তার বাড়ির পাশের রাস্তায় পারাপারের সময় একটি টমটম তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় তার মৃত্যুর খবর শুনে উত্তেজিত গ্রামবাসী হবিগঞ্জ-পইল সড়ক অবরোধ করে রাখে।
হবিগঞ্জ সদর থানার ওসি গোলাম মজর্তুজা জানান, সোমবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য