সুনামগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. রাসেল মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাসেল জেলার জামালগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের সফিক মিয়ার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালে জামালগঞ্জের লক্ষ্মীপুর গ্রামের রেছনা বেগমের মেয়ে মোহনমালা বেগমের বিয়ে হয় মো. রাসেলের সঙ্গে। বিয়ের পর প্রায়ই রাসেল স্ত্রীর কাছে যৌতুক দাবি করে তাকে নির্যাতন শুরু করেন।
এ নিয়ে স্ত্রী আদালতে একটি মামলাও করেন। মামলার পর রাসেল আর যৌতুক দাবি ও নির্যাতন করবে না মর্মে অঙ্গীকারনামা দিয়ে স্ত্রীকে বাড়িতে নিয়ে যান। কিন্তু কিছুদিন যেতে না যেতেই যৌতুক দাবি করে আবারো নির্যাতন শুরু করেন রাসেল।
২০১৮ সালের ২৮ জুন মোহনমালাকে স্বামীর বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ সময় ভিকটিমের গলায় ও ঠোঁটে জখমের চিহ্ন ছিল। পরে রাসেল ও তার পরিবারের অন্য লোকজন পালিয়ে যান।
এ ঘটনায় মোহনমালার মা বাদী হয়ে জামালগঞ্জ থানায় রাসেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার দীর্ঘ বিচারকার্য শেষে রাসেলের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড দেন
মন্তব্য