লাখাইয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
বুধবার (১০ মে) বেলা ৩টায় নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদা সুলতানার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট উপজেলার বুল্লাবাজারে দুই ব্যবসা প্রতিষ্টানের মালিককে লাইসেন্স বিহীন পশু খাদ্য বিক্রির দায়ে প্রত্যককে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা এবং একটি ভেটেনারী ঔষধের ফার্মেসী মালিককে অনিয়মের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইনে ২হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে সহযোগিতা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. শাহাদাত হোসেন, সিও হৃদয় সুত্রধর, এসআই সদরুল হাসান সহ লাখাই থানা পুলিশের একটি টিম।
মন্তব্য