জোড়া জয়ের এবার হ্যাটট্রিক হারের স্বাদ পেলো সাকিব আল হাসানের দল গল টাইটান্স। চলতি লঙ্কান প্রিমিয়ার লীগে (এলপিএল) নিজেদের পঞ্চম ম্যাচে আজ বি- লাভ ক্যান্ডির বিপক্ষে বিপক্ষে ৮৯ রানের বড় ব্যবধানে হেরেছে তারা। ব্যাটে-বলে সাকিবের পারফর্মেন্সও আজ ছিল বেশ সাদামাটা। বল হাতে উইকেট শূন্য থাকার পর ব্যাট করেন ১২ বলে ১১ রান।
এদিন আগে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ২০৩ রানের সংগ্রহ পায় ক্যান্ডি। লক্ষ্য তাড়া করতে নেমে ১১৪ রানেই গুটিয়ে যায় গল। ৫ ম্যাচে তৃতীয় জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ক্যান্ডি। অন্যদিকে সাকিবের গল সমান ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে।ক্যান্ডির ২০৪ রান তাড়া করতে নেমে ক্যান্ডির স্পিনার মুজিব উর রহমান ও হাসারাঙ্গার স্পিন তোপে লড়াইও করতে পারেনি গল। ২৭ রানে ৩ উইকেট পড়লে পঞ্চম ব্যাটার হিসেবে উইকেটে আসেন সাকিব। দলের বিপদে হাল ধরা তো দূরের কথা উল্টো দলকে আরও বিপদে ফেলে দলীয় ৪৭ রানে ফিরে যান তিনি। ফেরার আগে ১ চারে ১২ বলে মাত্র ১১ করেন এই বাঁহাতি ব্যাটার। এরপর আশান প্রিয়াঞ্জন ও লাহিরু সামারাকুন মিলে চেষ্টা ৬২ রানের জুটি গড়ে করেছিলেন।
মন্তব্য