সৌদি প্রো-লিগের নতুন মৌসুমে পর পর দুই ম্যাচে হেরেছে আল নাসর। এবার তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল দলটি। এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্শুক্রবার রাত ১২টায় সৌদি প্রো-লিগের ম্যাচে আল ফাতেহর বিপক্ষে মাঠে নামে আল নাসর। ম্যাচটিতে ৫-০ গোলের জয় পায় তারা। দলের হয়ে ৩ গোল করেছেন রোনাল্ডো। আর বাকি ২ গোল করেন সেনেগাল তারকা সাদিও মানে।
ম্যাচের ৩৮, ৫৫ ও ৯৬তম মিনিটে গোল করেন রোনাল্ডো। এ ছাড়া সাদিও মানে ২৭ ও ৮১ মিনিটে গোল করেন। সেনেগালের এ তারকার সামনেও এ দিন হ্যাটট্রিক গোল করার সুযোগ ছিল। তবে খেলা শেষের কিছুক্ষণ আগে তিনি মাঠ ছাড়লে সুযোগ থাকে কেবল সিআর সেভেনের সামনে। আর সেই সুযোগটিই কাজে লাগান তিনি
মন্তব্য