আর্জেন্টিনায় প্রথম ম্যাচেই অধিনায়কত্ব, গোলও পেলেন জামাল

মাঠটা আর্জেন্টিনার, খেলা আর্জেন্টিনার তৃতীয় স্তরের লীগের। তবু গ্যালারীতে বাংলাদেশি সমর্থকদের বেশ উপস্থিতি ছিল চোখে পড়ার মতোই। এই দর্শকরা ছুটে এসেছিলেন স্বদেশী জামাল ভুঁইয়াকে আর্জেন্টাইন ফুটবলে স্বাগত জানাতে। কারণ, আজই স্থানীয় ক্লাব সোল দে মাইয়োর জার্সিতে অভিষেক হলো বাংলাদেশী ফুটবলার জামাল ভুঁইয়ার। তবে সবচেয়ে বড় চমক ছিল খেলোয়াড়দের মাঠে প্রবেশের সময়। একেবারে অধিনায়কের আর্মব্যান্ড পড়েই অভিষেক ম্যাচ খেলতে নামলেন জামাল। সব ভালোর দিনে শেষটাও রাঙিয়ে রাখলেন বাংলাদেশ ফুটবল দলের এই অধিনায়ক। 

আজ ঘরের মাঠে তোরনেয়ো ফেদারেল ‘এ’-র ম্যাচে হেরমিনালকে ২-‌১ গোলে হারিয়েছে সোল দে মাইয়ো। অধিনায়ক জামালের নেতৃত্বে টানা দুই ড্রয়ের পর জয়ে ফিরেছে দলটি। ফের্নান্দো ভালদোবেনিতো লিড এনে দেওয়ার পর স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন জামাল। বাংলাদেশের প্রথম ফুটবলার হিসেবে আর্জেন্টিনার ক্লাবের হয়ে খেললেম্যাচের শুরু থেকে রক্ষণ আর আক্রমণভাগের মধ্যে বল দেওয়া নেওয়ার কাজটি দুর্দান্তভাবে করতে থাকেন জামালন তিনিমিডফিল্ডে তার আধিপত্যে দলও খেলতে থাকে দাপুটে ফুটবল। ম্যাচের ৩০তম মিনিটে লিড পায় সোল দে মাইয়ো। বক্সের ভেতর থেকে উঁচু শটে লক্ষ্যভেদ করেন ফের্নান্দো ভালদোবেনিতো।

প্রথমার্ধে আর গোল হয়নি। তবে শেষদিকে হুয়ান মোত্রোনি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় হেরমিনাল। ম্যাচের ৮০তম মিনিটে পেনাল্টি পায় সোল দে মাইয়ো। নিখুঁত স্পটকিকে দলটির হয়ে প্রথম গোল করেন জামাল।।