ওয়ানডের নয়া অধিনায়কের জন্য এশিয়া কাপে টিম বাংলাদেশকে তৈরি কি চ্যালেঞ্জিং হচ্ছে! আপাতত দলের যে অবস্থা তা দেখে বলতেই হবে অধিনায়কের সামনে কঠিন সময়। বিশেষ করে ওপেনিংয়ে দলকে দিতে হবে অগ্নিপরীক্ষা। দেশের সেরা ওপেনার তামিম ইকবাল ইনজুরিতে। নেই এশিয়া কাপে। এরপর নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপে থাকবেন কিনা তাও নিশ্চিত নয় এখন পর্যন্ত। যদি তিনি শেষ পর্যন্ত খেলতেও পারেন কতটা ফিট অবস্থায় আর ফর্ম নিয়ে মাঠে নামবেন সেটিও চিন্তার বিষয়। তবে এখনো বিশ্বকাপের এক মাস বাকি। তার আগে এশিয়া কাপ। তবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে মাঠে নামার আগে আবারো টাইগার শিবিরে শঙ্কার কালো মেঘ। দলের সঙ্গে যেতে পারেননি আরেক সেরা ওপেনার লিগতকাল তার যাওয়ার কথা থাকলেও এখনো সুস্থ হয়ে ওঠেননি লিটন। যে কারণে তার শ্রীলঙ্কা যাওয়া এখনো শঙ্কায়। দলে যে দু’জন ওপেনার আছেন তার মধ্যে তানজিদ হাসান তামিম ওয়ানডে ক্রিকেটে অভিষেকের অপেক্ষায়। আর নাইম শেখ খেলেছেন মাত্র চার ম্যাচ। যেখানে তার ব্যাট থেকে সাকুল্যে এসেছে ১০ রান। শেষ পর্যন্ত যেতে না পারলে কী হবে দলের পরিকল্পনা! এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসও দ্বিধা-দ্বন্দ্বে। দৈনিক মানবজমিনকে জালাল ইউনুস বলেন, ‘লিটনের আজ (গতকাল) যাওয়ার কথা ছিল। কিন্তু জ্বর সারেনি। ওর জন্য কাল (আজ) পর্যন্ত অপেক্ষা করবো। যদি সুস্থ হয়ে ওঠে তাহলে ৩০ তারিখ (আগস্ট) দেশ ছাড়বে!’ যদি লিটন ৩০শে আগস্ট দেশ ছাড়েন ঠিক তার পর দিনই শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ। হ্যাঁ, বলার অপেক্ষা রাখে না এই ম্যাচে লিটনকে খেলানো হবে ভুল সিদ্ধান্ত। কারণ জ্বর থেকে উঠে ভ্রমণ করে গিয়ে পরের দিনই মাঠে নামলে কতটা ফিট তিনি থাকবেন তা নিয়ে আছে প্রশ্ন! আর আনফিট ক্রিকেটারের কাছে পারফরম্যান্স আশা করাও অস্বাভাবিক। তাহলে নাঈম আর তামিম জুনিয়রই কি ভরসা! আর বিকল্প হিসেবে যাকে ভাবা হচ্ছে সেই সাইফ হাসানের ফর্ম নিয়ে তো প্রশ্নের শেষ নেই। এখন পর্যন্ত তার ওয়ানডে অভিষেক হয়নি। আর টেস্ট ও টি-টোয়েন্টি অভিষেক হলেও সেখানে নিজের প্রতিভার প্রমাণ রাখতে হয়েছেন ব্যর্থ। বলা যেতে পারে সময় আর সুযোগ পেলে তিনিও হয়তো নাজমুল হোসেন শান্ত আর লিটন দাসের মতো দলের জন্য অবদান রাখতে পারবেন। কিন্তু সেটি কতদিনে হবে তা যে বলা কঠিন। বিকল্প হতে পারেন এনামুল হক বিজয়ও। কিন্তু তাকে এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য যে ২৬ জনের প্রাথমিক স্কোয়াড করা হয়েছিল সেখানেও রাখা হয়নি। এর পেছনে অবশ্য বেশ কিছু কারণও আছে। তাহলে বিকল্প কে! এ বিষয়ে জালাল ইউনুস বলেন, ‘বিকল্প কে সেটি জানাবেন নির্বাচকরা। আমরা তাদের হাতেই ছেড়েছি। তবে এখনো লিটনকে নিয়ে আমরা আশায় আছি তাই অন্য কারো নাম বলতে চাই না।
মন্তব্য