সাকিবকে টপকে শীর্ষে সাউদি

আবারো সাকিব আল হাসানকে টপকে গেলেন টিম সাউদি। টাইগার অধিনায়কে পেছনে ফেলে কিউই পেসার বনে গেলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক।

বুধবার ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ সিরিজের ১ম টি-টোয়েন্টিতে একটি উইকেট নেন নিউজিল্যান্ডের টিম সাউদি। এতেই সাকিবকে পেছনে ফেলেন কিউই পেসার। সমান ১৪০ উইকেট নিয়ে সিরিজের প্রথম ম্যাচ শুরু করেছিলেন সাউদি। এখন ১৪১ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এককভাবে সর্বোচ্চ উইকেটের মালিক তিনি। সিরিজের আরো বাকি তিন ম্যাচে শীর্ষস্থানটা আরো মজবুত করার সুযোগ থাকবে সাউদির সামনে। এশিয়া কাপ এবং বিশ্বকাপ শেষে আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ। তার আগে সাউদিকে পেছনে ফেলে উইকেট সংগ্রহের শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ নেই সাকিবের।


১১১ ম্যাচে ২৩.২৯ গড়ে রান দিয়ে ১৪১টি উইকেট নিয়েছেন টিম সাউদি। ১৪০ উইকেট পেনে সাকিব আল হাসানের লেগেছে ১১৭ ম্যাচ। সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় তিনে থাকা আফগান স্পিনার রশিদ খান মাত্র ৮২ ম্যাচে নিয়েছেন ১৩০ উইকেট।

টিম সাউদির রেকর্ডগড়া বোলিংয়ের দিন অবশ্য জয় পায়নি নিউজিল্যানচেস্টার-লি-স্ট্রিটে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৩৯ রান তোলে কিউইরা। জবাবে ৩ উইকেটে ৩৬ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় ইংল্যান্ড।টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। কিউইদের ইনিংসে সর্বোচ্চ রান করেন গ্লেন ফিলিপস। ৩৮ বলে ৪ বাউন্ডারিতে ৪১ রান করেন তিনি। ওপেনার ফিন অ্যালেন ২১, ইশ সোধি ১৬, মার্ক চ্যাপম্যান ১১ এবং অ্যাডাম মিলনে ১০ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা।