হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জসিম উদ্দিনের পুত্র রুমান আহমেদ নামের এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতমঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার।
অভিযানকালে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় আনুমানিক ৭০০ ফিট পাইপ ও দুইটি মেশিন ধ্বংস করা হয়। আইনি সহায়তা করে নবীগঞ্জের ইনাতগঞ্জ ফাঁড়ির একদল পুলিশ। বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার বলেন, এমন অপরাধের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য