সাকিবের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবেন হাথুরু

ভারতের বিপক্ষে ম্যাচ! টান টান উত্তেজনা দু’দিন থেকেই। মুম্বাই-পুনে হাইওয়ের পাশে এক পহাড়েঘেরা গ্রামে মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়াম। এখানে মুখোমুখি হবে সাকিব আল হাসান-বিরাট কোহলিরা। গতকাল ছয়টায় সংবাদ সম্মেলনে হাজির হন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। প্রেসবক্স থেকে সংবাদ সম্মেলন কক্ষে পৌছাতে হেটে যেতে হয় অনেকটা পথ। তাই নির্দিষ্ট সময়ের ১৫ মিনিট আগেই দু’দেশের সংবাদিকরা সেখানে উপস্থিত। কিন্তু তখন আবার শুরু হলো অপেক্ষার পালা। ঠিক ৩০ মিনিট পরে হাজির হলেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সঙ্গে থাকা দলের ম্যানেজার রাবিদ ইমাম জানিয়ে দিলেন দলকে বহনকারী গাড়ির সমস্যা আর রাস্তায় যানজটের কারণেই এই বিলম্ব, করলেন দুঃখপ্রতবে সবার অপেক্ষাটা আসলে ছিল বাংলাদেশ অধিনায়কের জন্য। তাই হাথুরু আসার সঙ্গে সঙ্গেই সবার প্রশ্ন সাকিব কি আজ খেলতে পারবেন? লম্বা সময় অপেক্ষার পর জানা গেলো তার জন্য অপেক্ষা করতে হবে আজ ম্যাচের দিন সকাল পর্যন্তনি বলেন, ‘ওর খুব ভালো ব্যাটিং সেশন ছিল গতকাল। কিছুটা রানিং বিটুইন দ্য উইকেটও ছিল। আমরা আজকে স্ক্যান করিয়েছি, ওটার ফল পাওয়ার অপেক্ষায় আছি। এখন সে ঠিক আছে। আমরা এখনও বোলিং দেখিনি। আগামীকালকে সকালে এসে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবো। যদি সে খেলার জন্য তৈরি না থাকে, তাহলে আমরা তাকে নিয়ে ঝুঁকি নেবো না। যদি তৈরি থাকে, তাহলে খেলার সম্ভাবনা আছএকটা সময় সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের জন্যও এই ভাবে অপেক্ষায় থাকতে হতো ম্যাচের আগে। ইনজুরি ফিট হয়ে ফিরলেই খেলতে পারতেন তিনি। কিন্তু বিশ্বকাপের আগে তিনি আন ফিট হওয়াতে তাকে দল থেকেই বাদ পড়তে হয়। মূলত প্রধান কোচ হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিবই চাননি দলে এমন একজন হাফফিট ক্রিকেটার থাকুক। তবে এবার একই চিত্র সাকিবের সঙ্গেও। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ন ম্যাচের আগে তার জন্যও দলকে থাকতে হবে অপেক্ষায়। 

।’