হবিগঞ্জের দুই তরুণ অভিনব কৌশলে গাঁজা পরিবহনের সময় রাজধানীর দারুস সালামে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আটক করেছে। এ সময় আটককৃতদের পেটের ওপর বিশেষ কৌশলে আটকে রাখা চার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।শুক্রবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর গাবতলি বাস টার্মিনাল এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।আটককৃতরা হলো- মোহাম্মদ আলতাব হোসেন (২২) ও মো: ছাদেক মিয়া (১৯) তাদের বাড়ি হবিগঞ্জ সদর থানার কাশিপুর গ্রামে।শনিবার ( ৪ নভেম্বর ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ।তিনি জানান, উপপরিদর্শক মো. জুয়েল আহাম্মদের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।তাদের বিরুদ্ধে রাতেই দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে একটি মামলা রুজু করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
মন্তব্য