হবিগঞ্জের শাযেস্তাগঞ্জে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন, এতে গুরুতর আহত হয়েছেন সিএনজিতে থাকা দুই যাত্রী।
বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর-সুরাবই নামক স্থানে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজি চালক উপজেলার বিশাউড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৮)।
আহত দুজন মাধবপুর উপজেলার মানিকপুর গ্রামের মলাই মিয়ার ছেলে মজনু মিয়া (৪০) এবং ফারুক মিয়ার ছেলে সাইদুল মিয়া (৩৫)।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সিলেট থেকে আসা একটি মিনিট্রাক ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় সিএনজিটি।
এতে সিএনজির চালক ও দ্ইু যাত্রী গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় সিএনজি চালক জাহাঙ্গীর মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
অপর দুজনকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই বিপুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য