জিরোনার কাছে হেরেও খুশি বার্সেলোনা কোচ জাভি

শক্তি-সামর্থ্যে জিরোনা এফসির চেয়ে যোজন যোজন এগিয়ে বার্সেলোনা। রোববার রাতে ২০২৩-২৪ মৌসুমে স্প্যানিশ লা লিগার ‘চমক’ জিরোনার বিপক্ষে দাপটও দেখায় ব্লাউগ্রানারা। তবে জয় পায়নি। অলিম্পিক লুইস কোম্পানিস স্টেডিয়ামে স্বাগতিক বার্সেলোনাকে ৪-২ গোলে হারায় জিরোনা। ঘরের মাঠে হারলেও দলের পারফরম্যান্সে খুশি বার্সা কোচ জাভি হার্নান্দেজ।

বার্সেলোনার মাঠে ম্যাচের ১২তম মিনিটেই এগিয়ে যায় জিরোনা। গোলটি করেন ইউক্রেনিয়ান ফরোয়ার্ড আর্তেম দোভিক। ১৯তম মিনিটে পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কির গোলে ম্যাচে ফেরে বার্সেলোনা। ৪০তম মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার মিগুয়েল গুতেইরেজের গোলে ফের এগিয়ে যায় জিরোনা। ৮০তম মিনিটে আরেক স্প্যানিয়ার্ড ভ্যালেরি ফার্নান্দেজের লক্ষ্যভেদে স্কোরলাইন ৩-১ করে জিরোনা। ৯০+২তম মিনিটে ব্যবধান কমান বার্সেলোনার জার্মান মিডফিল্ডার ইলকাই গুতিন মিনিটের ব্যবধানে জিরোনাকে ৪-২ গোলের জয় উপহার দেন উরুগুইয়ান স্ট্রাইকার ক্রিস্টিয়ান স্টুয়ানিম্যাচ শেষে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বলেন, ‘আমার মনে হয়, ম্যাচটা সমতাপূর্ণ ছিল। বিষদ আলোচনা করলেই সেটা বোঝা যাবে। যদিও আমাদের সক্রিয়তা কম ছিল। তবে আমরা ভালো খেলেছ

নদোয়ান।