হবিগঞ্জের মাধবপুরে চা বাগানের রাস্তায় গাছ ফেলে ঘন্টাব্যাপী ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় লস্করপুর ভ্যালি চেয়ারম্যান ও ন্যাশনাল টি কোম্পানীর ডিজিএম এমদাদুল ইসলামসহ কয়েকটি গাড়ি আটকে নগদ টাকা, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় এখন পর্যন্ত জড়িত কাউকে আটক করা সম্ভব হয় নাই।স্থানীয়ভাবে জানা যায়- মাধবপুর উপজেলার শাহজাহনপুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা বাগানে ম্যানেজারের বাংলোর পাশে ফাঁড়ি রাস্তায় রাত সাড়ে ১০টার দিকে ডাকাতের একটি দল রাস্তায় গাছ ফেলে গাড়ী আটকে গণডাকাতি করে।এসময় ১০/১২ জন সংঘবদ্ধ ডাকাত ন্যাশনাল টি কোম্পানীর ডিজিএম এমদাদুল ইসলামের গাড়ীসহ বিভিন্ন গাড়ী আটক করে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। ডাকাতিকালে তারা দেশীয় অস্ত্র দিয়ে বেশ কয়েকজনকে আহত করেছে বলে জানা গেছে।লস্করপুর ভ্যালি চেয়ারম্যান ও ন্যাশনাল টি কোম্পানীর ডিজিএম এমদাদুল ইসলাম জানান, রাতে আমার পরিবার নিয়ে তেলিয়াপাড়া চা বাগানে যাওয়ার পথে ডাকাতরা রাস্তায় গাছ ফেলে গাড়ী আটক করে। পরে আমাদেরকে গাছের সাথে বেঁধে নগদ টাকা পয়সা, মোবাইলসহ জরুরী জিনিসপত্র নিয়ে যায়।খবর পেয়ে তেলিয়াপাড়ায় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) অনিক জানান-পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে ডাকাতরা পালিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ সুপার (মাধবপুর-চুনারুঘাট সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তীসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।ঘটনার পরপরই আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। আসামীদের সনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী।।
মন্তব্য