অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ইতিহাস গড়ে বাংলাদেশ। ছেলেদের মহাদেশীয় ক্রিকেট টুর্নামেন্টে প্রথম শিরোপা জেতে জুনিয়র টাইগাররা। চ্যাম্পিয়ন দলকে নিয়েই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। গতকাল এশিয়া কাপজয়ী অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বীর নেতৃত্বে বিশ্বকাপ দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ১৯শে জানুয়ারি থেকে ১১ই ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের পঞ্চদশ আসর। বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশ যুব ক্রিকেট দলের অধিনায়ক রাব্বীর ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন আহরার আমিন। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের অপরিবর্তিত মূল স্কোয়াডই খেলবে যুব বিশ্বকাপে। পরিবর্তন এসেছে স্ট্যান্ডবাই স্কোয়াডে। এশিয়া কাপ খেলা মোহাম্মদ রিজান হোসেন এবং নাঈম আহমেদ থাকলেও বাদ পড়েছেন মোহাম্মদ জাহিদুল হক। স্ট্যান্ডবাইয়ে জায়গা হয়েছে আশরাফুল হাসান, তানভীর আহমেদ এবং একান্ত শেখের।
২০২০ যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২২ সালে শিরোপা ধরে রাখতে পারেনি জুনিয়র টাইগাররা।দক্ষিণ আফ্রিকা আসরে এবার শিরোপা ফিরিয়ে আনার প্রত্যয়ী যুব দলের নির্বাচক হান্নান সরকার। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা ২০২০ সালে চ্যাম্পিয়ন হয়েছিলাম। ২০২২ সালে শিরোপা ধরে রাখতে পারিনি। সেটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করবো।’
হান্নান সরকার বলেন, ‘চ্যাম্পিয়ন হওয়া সহজ নয়। চ্যাম্পিয়ন তো বলে কয়ে হওয়া যায় না। তবে আমাদের লক্ষ্য সবসময়ই থাকে চ্যাম্পিয়ন হওয়া, অনূর্ধ্ব-১৯ লেভেলে বিশেষ করে। আমাদের প্রতিপক্ষ হিসেবে সবাই সমীহ করে। আমাদেরকে অন্য দলও বড় দল হিসেবে চিন্তা করে। আমরাও চিন্তা করছি ট্রফিটা আবার ফিরিয়ে আনার।’ শুরুতে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ছিল শ্রীলঙ্কা। সে দেশের কন্ডিশনের কথা মাথায় রেখেই দুই বছর ধরে পরিকল্পনা করেছে বিসিবি। কিন্তু আইসিসির নিষেধাজ্ঞায় শ্রীলঙ্কা থেকে বিশ্বকাপ সরিয়ে নেয়া হয় দক্ষিণ আফ্রিকায়। এ বিষয়ে নির্বাচক হান্নান সরকার বলেন, ‘আমরা শ্রীলঙ্কাকে ধরেই এগোচ্ছিলাম। শেষ মুহূর্তে তেমন কোনো পরিবর্তন করিনি। আমাদের দলে অনেক অলরাউন্ডার আছে। আমাদের অধিনায়ক (রাব্বী), সঙ্গে জীবন (শেখ পারভেজ) ভালো অলরাউন্ডার। আরিফুল ভালো বোলিং করে। আমাদের পেস বোলিং অলরাউন্ডারও আছে, রিজওয়ান। সবকিছু মিলিয়ে আমাদের অলরাউন্ডারের সংখ্যাটা বেশ ভালো।’
অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বী বলেন, ‘আশা তো অবশ্যই বেড়ে গিয়েছে। আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবো। মানসিকভাবে আমাদের এশিয়া কাপ শেষ হয়ে গিয়েছে। আমাদের এখন বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার সময়। আমরা যদি ওই জিনিসটাকে (যুব এশিয়া কাপ জেতা) ধরে রাখি, আমার মনে হয় সেটা ঠিক হবে না। আমাদের এখন বিশ্বকাপ নিয়ে ভাবা উচিত।’
রাব্বী বলেন, ‘আসলে আমরা একটা ক্রিকেট ম্যাচ খেলার চেষ্টা করি। আমরা প্রতিপক্ষ নিয়ে অতটা চিন্তা করি না। আমরা শুধু আমাদের প্রক্রিয়াটা মেনে চলার চেষ্টা করি। কোচরা আমাদের যে পরিকল্পনাগুলো দেন সেগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি।’
মন্তব্য