বাংলাদেশ জাতীয় ফুটবল দল আগামী ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে কুয়েতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে। সেই লক্ষ্যে সৌদি আরবে কঠোর অনুশীলন করছে বাংলাদেশ দল। আর সেই ফাঁকেই জাতীয় দলের মুসলিম ফুটবলাররা বৃহস্পতিবার পবিত্র ওমরাহ পালন করেগত চারদিন ধরেই মক্কার নিকটবর্তী তায়েফ শহরে অনুশীলন করছে জামাল ভূঁইয়ার দল। শুক্রবার ছিল ছুটির দিন। সেই ছুটি কাজে লাগিয়েই ওমারহ পালন করেছেন ফুটবলারএ সময় স্কোয়াডের ২৮ জনের মধ্যে ২৪জন মুসলিম ফুটবলারই ওমরাহ পালন করেছেন। ফুটবলারদের সঙ্গে ছিলেন কোচিং স্টাফ, ম্যানেজমেন্টের মুসলিম কর্মকর্তারাও।
সৌদিতে ফুটবলারদের ক্যাম্প অবশ্য নতুন কিছু নয়। এর আগেও সৌদিতে অনুশীলন ক্যাম্প করেছে জাতীয় দলের ফুটবলাররা। সেই সময় যার সুফলও পেয়েছে বাংলাদেশ দল। আর সেই হিসেবেই ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয় ম্যাচের আগে ফের সৌদিতে ক্যাম্প করছে জামালরা।
ওমরাহ পালন শেষে শুক্রবার থেকে আবার অনুশীলন কার্যক্রম শুরু হবে জাতীয় দলের। এর পর আগামী ১৭ মার্চ কুয়েতের উদ্দেশে রওনা দেবে জামালরা। সেখানে আগামী ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ার দল।
মন্তব্য