বিপিএলে প্রত্যেক দলে একজন করে লেগ স্পিনার

স্পোর্টস ডেস্ক;দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট হারের পর থেকে ক্রিকেটকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে বিসিবি। ওই টেস্টে আফগান লেগ স্পিনে কাবু হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। দেশের ক্রিকেটেও লেগ স্পিনার নিয়ে হাহাকার বহুদিনের। এসব সমস্যা দূর করতেই নতুন এক পরিকল্পনা করেছে বিসিবি। আগামী বিপিএলে প্রত্যেক দলে অন্তত পক্ষে একজন করে লেগ স্পিনার রাখার নিয়ম করে দেবে তারা। দেশীয় স্পিনারদের পাশাপাশি বাইরে থেকেও ভালো স্পিনার আনার প্রত্যাশা বিসিবির। গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব পরিকল্পনার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘আমাদের লেগ স্পিনে কিছু ঘাটতি আছে। ব্যাটিংয়ে আমরা লেগ স্পিনে স্বাচ্ছন্দ্য বোধ করি না । সব দলে অন্তত একজন করে লেগ স্পিনার থাকবে। আমাদের যে কয়জন আছে তাদের সঙ্গে আমরা বাইরে থেকে ভালো স্পিনার আনবো। এটা আমাদের পরিকল্পনা।’