বাংলাদেশের বিপক্ষে সিরিজে নেই পান্ডিয়াও

স্পোর্টস ডেস্ক:বাংলাদেশের বিপক্ষে সিরিজে মহেন্দ্র সিং ধোনি খেলবেন না জানা গিয়েছিল আগেই। ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে খেলবেন না ভারতের শীর্ষ পেসার জসপ্রিত বুমরাহও। এবার বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে পড়লেন হার্দিক পান্ডিয়া। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হার্দিক পান্ডিয়াকে পাচ্ছে না বিরাট কোহলির দল। পিঠ ও মেরুদ-ের চোটে ভুগছেন সংক্ষিপ্ত সংস্করণে ভারতীয় দলের অন্যতম সেরা এই অলরাউন্ডার। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রের বরাতে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, চোটের চিকিৎসার জন্য ইংল্যান্ডে যাচ্ছেন পান্ডিয়া। গত সেপ্টেম্বরে দুবাইয়ে এশিয়া কাপে চোট পান তিনি। বিসিসিআইয়ের এক অফিশিয়াল পিটিআইকে বলেছেন, বুমরার মতো ‘হার্দিকও চিকিৎসকের শরণাপন্ন হতে বুধবার ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দেবেন। এশিয়া কাপে প্রথমবার এ চোট পাওয়ার পর যে চিকিৎসক তাকে দেখেছিলেন, তিনিই দেখবেন তাকে। বাংলাদেশের বিপক্ষে সিরিজে সে অবশ্যই খেলছে না। তবে কত দিন মাঠের বাইরে থাকতে হবে তা এখনো নিশ্চিত নয়। সে ইংল্যান্ড থেকে ফেরার পর বোঝা যাবে।’ জার্মানিতেও এ চোটের চিকিৎসার সুযোগ রয়েছে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে ইংল্যান্ডই পছন্দের জায়গা। বিশেষজ্ঞদের ধারণা, পিঠে অস্ত্রোপচার লাগতে পারে হার্দিকের। সে ক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে গোটা সিরিজই বাইরে বসে থাকতে হবে তাকে। পিঠে অস্ত্রোপচার করানোর পর ২৫ বছর বয়সী এ অলরাউন্ডারকে কমপক্ষে পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হবে। নভেম্বরে ভারত সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। দুই ম্যাচের সিরিজে প্রথম টেস্ট শুরু হবে ১৪ই নভেম্বর ইন্দোরে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে টেস্ট সিরিজের আগে। আগামী ৩রা নভেম্বর দিল্লিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুদল।