মলিন নৈপুণ্য নিয়ে আর্থিক ক্ষতির মুখে রিয়াল

স্পোর্টস ডেস্ক:উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে তালিকার একদম নিচে অবস্থান করছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রিয়ালের এই বাজে অবস্থা শুধু মাঠের খেলায় তাদের পিছিয়ে দিচ্ছে তা নয়, বরং বিরাট আর্থিক ক্ষতির সম্মুখীনও হচ্ছে দলটি। জয়খরার কারণে প্রাইজ মানির অর্থ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে দলটি। ২০১৯-২০ আসরে উয়েফা চ্যইম্পয়ন্স লীগের গ্রুপপর্বের প্রতি ম্যাচ জয়ের জন্য ২.৭ মিলিয়ন ইউরো ও ড্রয়ের জন্য ৯ লাখ ইউরো প্রাইজ মানি নির্ধারণ করেছে উয়েফা কর্তৃপক্ষ। তারমানে প্রথম দুই ম্যাচের প্রথমটিতে পিএসজির বিপক্ষে ৩-০ গোলে হার এবং পরে ব্রুগের সঙ্গে ২-২ গোলে ড্রয়ের ফলে ৪.৫ মিলিয়ন ইউরো হারিয়েছে রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে গ্রুপপর্বে চার জয় দুই হারে রিয়াল মাদ্রিদ ১০.৮ মিলিয়ন ইউরো আয় করেছিলো। এবার বাকি চার ম্যাচ জিতলেই কেবল সেই অংক ছাড়িয়ে ১১.৭ মিলিয়ন ইউরো আয় করতে পারবে দলটি। ২০১৭-১৮ মৌসুমে রিয়াল মাদ্রিদ শিরোপা অর্জনের পথে ৮৮.৬ মিলিয়ন ইউরো আয় করেছিলো। গত বছর শেষ ষোলতে বাদ পড়ায় সে আয় কমে দাঁড়িয়েছে ৩৫ মিলিয়ন ইউরোতে। এই মৌসুমে রিয়ালের এখন পর্যন্ত যে অবস্থা তাতে গতবারের আয় পর্যন্ত পৌঁছাতে পারে কিনা তাই দেখার বিষয়।