গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে বাজে অবস্থানে ম্যানইউ

স্পোর্টস ডেস্ক:ইংলিশ প্রিমিয়ার লীগে (ইপিএল) খুব বাজে সময় কাটাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ১-০ গোলে পরাজিত হয় ইপিএলের সর্বাধিক শিরোপা জয়ী দলটি। চলতি মৌসুমে লীগে ৮ ম্যাচে এটি তাদের তৃতীয় হার। মাত্র ৯ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বাদশ স্থানে ম্যানইউ। গত ৩০ বছরের পরিসংখ্যানে প্রথম ৮ ম্যাচে সর্বনিম্ন পয়েন্ট সংগ্রহের তিক্ত রেকর্ড গড়লো রেড ডেভিলরা। সবশেষ ম্যানইউর এমন বাজে অবস্থা দেখা গিয়েছিল ১৯৮৯-৯০ মৌসুমে। চলতি মৌসুমে প্রতিপক্ষের মাঠে এখনো কোনো জয় পায়নি ম্যানইউ। গত মৌসুমসহ হিসাব ধরলে টানা আট ম্যাচ। ১৯৮৯ সালের পর যা প্রতিপক্ষের মাঠে তাদের সবচেয়ে বেশি ম্যাচ জয়হীন থাকার রেকর্ড। সেবার টানা ১১অ্যাওয়ে ম্যাচে জয়হীন ছিল রেড ডেভিলরা। টানা ব্যর্থতায় ম্যানইউর নতুন কোচ ওলে গানার সুলশারের চাকরিও হুমকিতে। গুঞ্জন উঠেছে শিগগিরই ছাঁটাই হতে পারেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী ম্যাচ শীর্ষস্থানধারী লিভারপুলের সঙ্গে। আগামী ২০শে অক্টোবর নিজেদের মাঠে অলরেডদের মুখোমুখি হবে রেড ডেভিলরা। সুলশারের আশা এই ম্যাচ জয়ের মধ্য দিয়ে ঘুরে দাঁড়াবে তার দল।