শ্রীমঙ্গলে মুক্তিযোদ্ধা পরিবারের নাম ব্যবহার করে এক বয়োবৃদ্ধকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবে এ অভিযোগ করেন উপজেলার রামনগর এলাকার মৃত বারেক মিয়ার ছেলে আবুল কালাম (৭৫)।
তিনি সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলেন, মৃত বীর মুক্তিযোদ্ধা শহীদ আলমের বোন মনোয়ারা বেগম (৫৫) ও তার মেয়ে শাহানা আক্তার বিগত ২০ বছর থেকে ১৫ শতক ভূমি দখলের মিথ্যা অভিযোগ দিয়ে তার বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানি করে চলেছেন।
এতে মনোয়ারা বেগম তার ভাই মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান উলে্লখ করে মানুষের সহানুভূতি পেতে তার ও তার প্রতিষ্ঠিত মাদ্রাসার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে যাচ্ছেন বলে আবুল কালাম অভিযোগে বলেন।
তিনি তার পরিবার নিয়ে ওই জমির উপর বসত ভিটা নিমার্ণ করে বসবাস করে আসলেও ২০০২ সাল থেকে মনোয়ারা বেগম এই ১৫ শতক ভূমি নিয়ে আদালতে একের পর এক মামলা ও অভিযোগের জবাব দিতে দিতে তিনি ক্লানত্ম ও নি:স্ব হয়ে পড়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আবুল কালামের ছেলে মাওলানা আলমগীর হোসেন,এলাকার মসুক মিয়া ও সাদিকুর রহমান।
উল্লেখ্য, ৩০ আগষ্ট শ্রীমঙ্গল প্রেসক্লাবে মনোয়ারা বেগম মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখল শিরোনামে আবুল কালামের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন।
মন্তব্য