মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে টিলা কাটায় ভ্রাম্যমাণ আদালত দিনার হোসেন নামে এক ট্রাক্টর মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন। রোববার দুপুরে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বানিকোনা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।
ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মাসুক আহমদের নেতৃত্বে একদল পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বানিকোনা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে টিলা কেটে মাটি পাচারকালে ট্রাক্টর মালিক দিনার হোসেনকে আটক করে উপজেলা ভূমি প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জানান, অবৈধভাবে টিলা কাটার খবর পেয়ে ঘটনাস্থলে যান। অভিযানের খবর পেয়ে ট্রাক্টর চালক ও শ্রমিকরা পালিয়ে যান। পরে ট্রাক্টর মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। যারা অবৈধভাবে পাহাড়, টিলা ও টপসয়েল কেটে পরিবেশের ক্ষতিসাধন করছে তাদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য