শ্রীমঙ্গল শহরে পুলিশের পক্ষ থেকে সিসি ক্যামেরা স্থাপন ও শহর ব্যবস্থাপনা বিষয়ে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের মহসিন অটিটরিয়ামে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. জাকারিয়ার সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় পুলিশের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম।
এ সময় আরও বক্তব্য রাখেন পৌর মেয়র মহসিন মিয়া মধু, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, সহকারী পুলিশ সুপার শহীদুর হক মুন্সী, অফিসার ইনচার্জ ও সদ্য পদন্নোতিপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার শামীম অর রশীদ তালুকদার, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. হরিপদ রায় প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে পর্যটন নগরী শ্রীমঙ্গলের নগর ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন গবেষণায় প্রাপ্ত অভিজ্ঞতার বিষয়গুলো তুলে ধরে বলেন, স্রষ্টা শ্রীমঙ্গল উপজেলাকে নৈসর্গিক সৌন্দর্যতা দিয়ে তার সুনিপুণ হাতের ছোঁয়ায় সাজিয়েছেন। এ উপজেলায় দেশের অধিকাংশ চা বাগান অবস্থিত।
তিনি বলেন, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, ট্রাফিক এডুকেশন ও ট্রাফিক ইনফোর্সমেন্ট শহরটির গুরুপূর্ণ ব্যবস্থাপনা।
শ্রীমঙ্গল শহরকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলার জন্য সব স্টেকহোল্ডারদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
মন্তব্য